নেটওয়ার্ক Design & Implementation PART-1
Training Center এ যাওয়ার মতো সময় বা সামথ্য আমাদের খুব কম মানুষেরই আছে। Student দের জন্য ব্যয়বহুল আর চাকুরিজীবিদের জন্য সময় বের করা কঠিন। তাই আমি ভাবছি নেটওয়ার্ক Design & Implementation এর ঊপর একটা চেইন টিঊন করবো, যেখানে Cisco (router and Switch) এবং Microsoft Server দিয়ে কিভাবে complete নেটওয়ার্ক বানানো যায় তা দেখানো হবে। আমাদের চারপাশের অফিসগুলোতে যে নেটওয়ার্ক দেখা যায় তার বেশির ভাগই এই রকমের।Course Outline:
- Requirement Analysis for Network
- Selection of Cisco Devices
- Network Simulation overview
- Core Switch configuration.
- Edge switches configuration.
- Redundant Link configuration
- Setup Microsoft DHCP, DNS server
- Cisco WAN router configuration
- ADSL router setup
- Dual WAN link setup
- Device security configuration
- Cisco Wireless Router setup
- Network Troubleshooting
নেটওয়ার্ক Design & Implementation PART-2
আমরা Housing company এর কাছ থেকে যখন কোন Flat কিনি তখন সেটা পূরো খালি থাকে। তারপর আমরা সেটা নিজের মতো করে সাজাই, লাল, নীল, সবুজ যার যার পছন্দের রং আলাদা। কেঊবা রান্নাঘরটা একটু বড় করে নেন। একটি নেটওয়ার্ক কে ভিভিন্ন ভাবে সাজানো সম্ভব। Housing company এর মূল কাজ হলো Building এর structure বানানো, আমরা এখানে Network এর structure বানাবো। খূব বেশি Theory আলোচনা করে আপনার মাথা গরম করবো না, যতটুকু না হলেই নয়। আগেতো Building বানাই পরে আপনি নিজেই সাজিয়ে নিতে পারবেন।তবে মনে রাখবেন Theory না জানলে আপনি Advance Troubleshooter হতে পারবেন না। কোন যায়গায় কত নাম্বার ইট দেয়া লাগবে সেটা জানতে হলে আপনাকে ইট সম্পকে জানতে হবে। পড়ালেখার বিকল্প নাই। একদিনে CCNA certified হওয়া সম্ভব কিন্তু এর পরীণতি ভয়াবহ, শিক্ষিত বেকার।
কাজের কথায় আসি, এটা আমাদের নেটওয়াক Requirement, যেটা আমরা আলোচনা করবো।
Subnet/VLAN নিয়ে আমরা পরে আলোচনা করবো। এখন শুধু মনে রাখেন ১টি Subnet/VLAN মানে একটি Department
High Speed LAN / Normal : সাধারণত Cisco switch/ router এর port গূলো 100Mbps / 1000Mbps(1Gbps) / 10Gbps) এর হয়। Corporate company গুলোতে File storage /Database এর জন্য আলাদা Server থাকে। যারা এই Server গুলো ব্যবহার করবে তাদেরকে আমারা High Speed LAN Port (1Gbps) এ কানেক্ট করবো। আর যারা শুধু Internet ব্যবহার করবে তাদেরকে আমারা Normal port (100Mbps) port এ কানেক্ট করবো।
এখন আমরা আলোচনা করবো এই staff দের জনা কতগুলো Cisco Switch এবং কে Switch কিনতে হবে।
Cisco Switch গুলো সাধারণত ২৪ / ৪৮ port এর হয়। তাই
1st Foor এর জন্য 48 port এর Switch আর যেহেতু সব High Speed তাই 1Gbps port আছে এমন Switch নিতে হবে
2nd Foor এর জন্য ১ টি 24 port এর Switch (with 1Gbps port) Accounting Staff দের জন্য আর ২টি 48 port এর Normal Switch (with 100Mbps ports) নিতে হবে।
3rd Foor এর জন্য ১ টি 48 port এর Switch Normal Switch (with 100Mbps ports) নিতে হবে।
Note : port number ২৪ এর চেয়ে বেশি হলে আপনাকে ৪৮ port এর Switch নিতে হবে কারন Switch ২৪/৪৮ ports এর হয়।
নেটওয়ার্ক Design & Implementation PART-3
আজকে আমারা Cisco switch সম্পকে জানবো। একটি নতুন switch এর বক্স খুলেলে আপনারা যা দেখতে পাবেন তা হলো ঃ১. Switch
2.Power Cable
2. Console Cable
3. Mounting kits
১. Power Cable টি switch এর পিছনে connect করে power on করুন। কিছুক্ষন পর আপনি LED Status দেখতে পাবেন। LED Status দেখে switch Status জানা যায় বিভিন্ন মানে আছে যা আমার পরে একদিন আলোচনা করবো।
2. Console Cable টি switch এর Console লেখা port টিতে connect করা হয় যাতে আপনি আপনার প্রয়োজন মত এটিকে configure করে নিতে পারেন। Remotely configure করার জন্য switch এ IP address এবং কিছে Basic configuration করে নিতে হয়। switch টি নিশ্চই অনেক দূরে কোথাও সেটআপ করা হবে, হয়তো অন্য কোন floor এ, এমনকি অন্য building এ ও হতে পারে। Basic configuration করার পর আপনি দূর থেকে এটিকে নিয়ন্তন করতে পারবেন। Console port টি switch এর পিছনে বা সামনে থাকতে পারে। খুজে দেখুন কোথায় Console লেখা আছে।
switch এর সাথে যে Console Cable টি আসে সেটা আসলে serial console cable. আজকাল Laptop এ serial port থাকে না বললেই চলে। তাই আপনাকে একটি serial to usb converter কিনতে হবে।
Serial Console cable
Serial to USB converter :
console port টি console port এ connect করূন আর usb port টি আপনার Laptop এর যেকোন usb port এ connect করুন। দরকার হলে সাথে আসা Driver setup দিন।
Mounting kits দিয়ে switch টিকে rack এ মাঊন্ট করা হয়। স্কু দিয়ে Mounting kits গুলোকে switch এর দুই পাশে লাগানো হয়।
তারপর switch টিকে rack এ স্কু দিয়ে আটকে দেয়া হয়।
এভানে switch গুলো মাঊন্ট করা হয়।
পরের Tune এ আমরা দেখবো কিভাবে switch configuration করতে হয়।
নেটওয়াক Design & Implementation PART-4
আজকে আমরা দেখবো কিভাবে SFP (Small form-factor pluggable) Transceiver লাগাতে হয়। সাধারণত SFP uplink হিসেবে খুবই জনপ্রীয়। এক Floor থেকে অন্য Floor এ বা এক Building থেকে অন্য Building এ Switch connect করতে Fiber cable ব্যবহার করা হয়। আজকে আমরা দেখবো কিভাবে SFP সেট করতে হয়।
SFP (Small form-factor pluggable) Transceiver দেখতে নিচের ছবির মতো
এটিকে Switch এর খালি port এ লাগানো হয়।
তারপর SFP টি ভিতরের দিকে চেপে দিন। তারপর লকটিকে ঊপরের দেকে চেপে আটকে দিন। তারপর এতে Fibre cable লাগানো হয়।
নেটওয়াক Design & Implementation PART-5
Cisco নেটওয়াক সিমুলেশন – packet tracer
Cisco নেটওয়াক সিমুলেটর হিসেবে packet tracer এবং GNS3 অত্যান্ত জনপ্রিয়। GNS3 advance ইমুলেটর হিসেবে ব্যবহার হয়। আপনি নতুন হলে packet tracer দিয়ে শুরু করেন। এর সহজবোধ্য GUI আপনাকে মুগ্ধ করবে। অত্যান্ত কম রিসোসে চলে। প্রথমে নিচের লিংক থেকে Cisco packet tracer ডাউনলোড করে নিন এবং Install করুন।DOWNLOAD
Install করার পর software টি run করার আগে Internet connection ডিসকানেক্ট করে দিন অথবা windows firewall থেকে packet tracer এর জন্য Internet connection ডিজেবল করুন। তারপর Cisco packet tracer চালু করুন।
এখানে R এ ক্লীক করলে বিভিন্ন মডেলে Router দেখা যাবে।
এখানে C এ ক্লীক করলে বিভিন্ন CABLE দেখা যাবে। এখান থেকে বিভিন্ন cable এর মাধ্যমে Device কানেক্ট করা যায়।
এখানে S এ ক্লীক করলে বিভিন্ন মডেলে Switch দেখা যাবে। এখান থেকে 2960 ভিতরে Drag করুন।
এবার ডিভাইসটির উপর Double click করুন। নিচের মতো দেখা যাবে।
এবার CLI tab এ ক্লীক করুন।
এখন enable টাইপ করে enter চাপুন। এখন cisco command টাইপ করার করতে পারবেন।
নেটওয়াক Design & Implementation PART-6
Cisco নেটওয়াক ইমুলেশন – by GNS3
Advance network emulator হিসেবে GNS3 ব্যাপক সমাদৃত। শূধুমাএ Cisco নয়, GNS3 এর মাধ্যমে অনেক Advance network emulate করা সম্ভব। Cisco packet Tracer হচ্ছে Simulator আর GNS3 হচ্ছে emulator। GNS3 তে real iso emulate করা হয়, তাই environment অনেকটা real device এর কাছাকাছি। আজকে আমরা দেখবো কিভাবে GNS3 install করতে হয়। প্রথমে Software টি ডাউনলোড করে নিন।
DOWNLOAD - GNS3
এবার run as administrator হিসেবে run করুন।
NEXT
I Agree
NEXT
এবার আপনার দরকার অনুযায়ী চেক/আনচেক করুন। আমি এখানে Wireshark, Solar Winds Respnse, TightVNC আনচেক করেছি।
কোথায় Install করবেন তা Select করুন। আর না হলে Next চাপুন।
এবার Install শুরু হবে।
পরের Tune এ আমরা দেখবো কিভাবে Router এর জন্য iso সেট করে, রাউটার ইমুলেট করতে হয়।